নিজস্ব প্রতিবেদন : ঘাটালে বন্যার সমস্যা দীর্ঘদিনের, যা স্থানীয় মানুষের জন্য একটি মহা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। ঘাটালবাসী বছরের পর বছর ধরে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা শুনে আসছেন, কিন্তু বাস্তবে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। বন্যার পরিস্থিতি সামাল দিতে না দিতেই ঘূর্ণিঝড় 'ডানা'র প্রভাব পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলেছে।
গম্ভীরনগর এলাকার আচার্য পল্লিতে সম্প্রতি ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা দেখিয়েছে এই সমস্যার গভীরতা। কিরিটিরঞ্জন আচার্য নামে এক বৃদ্ধ গত রাতে মারা গেলে, তার পরিবার মৃতদেহ সৎকারের জন্য শুকনো জায়গা খুঁজতে গিয়ে এক অভূতপূর্ব কষ্টের সম্মুখীন হন। মৃতদেহ কাঁধে নিয়ে তাদের প্রায় এক কিলোমিটার জলের মধ্যে হাঁটতে হয়েছে সৎকারের জন্য।
মৃতের পরিবারের সদস্যরা জানাচ্ছেন, তাঁরা ইতিমধ্যেই জলযন্ত্রণায় ভুগছেন, আর প্রিয়জনের সৎকার করতে গিয়ে তাদের আরও সমস্যা পোহাতে হচ্ছে। যেখানে সাধারণত মৃতদেহ সৎকার করা হয়, বন্যার কারণে সেখানে যাওয়ার কোনো উপায় ছিল না। এই পরিস্থিতিতে রাজ্যের শাসকদলকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। তিনি বলেন, "প্রত্যেকবার ঘাটালের সাংসদ বলেন ঘাটাল মাস্টার প্ল্যান করে দেব। কিন্তু এখনও তার কোনো দেখা নেই। লোকেরা যিনি মাস্টার প্ল্যান করবেন বলেছিলেন, সেই ব্যক্তি কোথায়?"
ঘাটালের এই জলযন্ত্রণার চিত্রই প্রমাণ করে যে, প্রকৃত সমস্যা সমাধানে কর্তৃপক্ষের কার্যকরী পদক্ষেপের প্রয়োজন। স্থানীয় মানুষের দুর্ভোগের মধ্যে রাজনীতির খেলা চলতেই থাকে, যা সমাজের জন্য অত্যন্ত দুঃখজনক।