নিজস্ব সংবাদদাতাঃ বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেছেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আজ শপথ নেওয়ার পর তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “শপথগ্রহণের উদ্যোগ নেওয়ার জন্য স্পিকারকে ধন্যবাদ জানাতে চাই। আমার ওপর আস্থা রাখার জন্য ভোটারদের ধন্যবাদ জানাই।”
/anm-bengali/media/media_files/ILaicl6v8iQlG1eCnW3L.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)