আইসিএসইতে সাফল্যের পর ডাক্তার হওয়ার লড়াই শুরু মহিকার

৪৯৭ নম্বর পেয়ে সর্বভারতীয় মেধাতালিকায় এ রাজ্যের ১৬ জন জায়গা করে নিয়েছে। সেই তালিকায় রয়েছেন পশ্চিম মেদিনীপুরের জেলার মেদিনীপুর শহরের ছাত্রী মহিকা দে। মেদিনীপুরের বিদ‌্যাসাগর শিশু নিকেতনের ছাত্রী মহিকা দে।

author-image
Pallabi Sanyal
New Update
mohika

মহিকা দে

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : আইসিএসই মেধাতালিকায় মেদিনীপুরের মহিকা, খুশির উচ্ছ্বাস বিদ্যালয়ে। আইসিএসই পরীক্ষায় মেধা তালিকায় মেদিনীপুরের ছাত্রী।  ৪৯৭ নম্বর পেয়ে সর্বভারতীয় মেধাতালিকায় এ রাজ্যের ১৬ জন জায়গা করে নিয়েছে। সেই তালিকায় রয়েছেন পশ্চিম মেদিনীপুরের জেলার মেদিনীপুর শহরের ছাত্রী মহিকা দে। মেদিনীপুরের বিদ‌্যাসাগর শিশু নিকেতনের ছাত্রী মহিকা দে। ৫০০'র মধ্যে ৪৯৭ পেয়ে তৃতীয় স্থান দখল করেছে। তার সাফল্যে উচ্ছ্বাস স্কুলেও। স্কুলের তরফে সম্বোর্ধনা দেওয়া হয়েছে মহিকা সহ বিদ্যালয়ের সেরা পড়ুয়াদের। স্কুলের প্রধান শিক্ষিকা চন্দা মজুমদার বলেন, ‘মহিকার এই সাফল্য আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। ওর পাশাপাশি স্কুলের অন্যান্যরাও খুব ভালো ফল করেছে।’ মহিকার বাবা এবং মা দু’জনেই স্কুলের শিক্ষক। মা কৃষ্ণা দে মেদিনীপুর শহরের অলিগঞ্জ ঋষি রাজ নারায়ণ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা। বাবা মনোজ দে মেদিনীপুর সদর ব্লকের নয়াগ্রাম স্কুলের শিক্ষক। বাড়ি মেদিনীপুর শহরের শেখপুরায়। তবে মেয়ের পড়াশোনার ব্যাপারে মা সবচেয়ে বেশি নজর রাখত। দিনে কমপক্ষে ১১ থেকে ১২ ঘণ্টা পড়াশোনা করত মহিকা। পড়াশোনার পাশাপাশি নাচ করতেও ভালোবাসে সে। বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছা মহিকার। তার জন্য প্রস্তুতিও শুরু হয়েছে। মহিকা জানিয়েছে, "বড় হয়ে ডাক্তার হতে চাই। এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছি। আমার এই সাফল্যের পেছনে সবথেকে বেশি কৃতিত্ব আমার মায়ের।"