নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ মঙ্গলবার সকালে ময়নাগুড়িতে লাইনচ্যুত হয় মালগাড়ির ছয়টি বগি। এরপর থেকেই এইপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। ঘুরপথে চালানো হচ্ছিল ট্রেন। এরপর প্রায় ছয় ঘণ্টা পর ফের আপ লাইনে ট্রেন চলাচল শুরু হলো।
এদিকে ময়নাগুড়ি স্টেশনে বেশ কিছু যাত্রী ট্রেনের অপেক্ষায় রয়েছেন। ঘুরপথে ট্রেন চালানো ও দূর্ঘটনার কারণে ট্রেন দেরিতে চলায় সমস্যায় পড়েছেন যাত্রীরা।