নিজস্ব সংবাদদাতাঃ কামদুনি মামলার রায়ে হতাশ নির্যাতিতার পরিবার। খুশি নয় কামদুনির মানুষ। রায় শুনে আদালত চত্বরেই শুক্রবার কান্নায় ভেঙে পড়েন এই লড়াইয়ের দুই মুখ মৌসুমী কয়াল ও টুম্পা কয়াল। রাজ্য সরকারও সুপ্রিম কোর্টে যাচ্ছে। স্পেশাল লিভ পিটিশন ফাইল করতে চলেছে রাজ্য। পরিবারের সঙ্গে কথা বলেই সুপ্রিম আদালতে যেতে চায় রাজ্য। তারই তোড়জোর করতে শুক্রবার রাতেই মৌসুমী কয়ালের বাড়িতে গিয়েছিল সিআইডির টিম। ২০ মিনিট ছিল সেখানে। সেখানে ছিলেন নির্যাতিতার বাবা ও মা।
শুক্রবার রাত ১১টার কিছু আগে সিআইডির একটি দল কামদুনিতে ঢোকে। মৌসুমী কয়ালের বাড়িতে যায় তারা। সেখানেই নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা হয় তাদের। নির্যাতিতার ভাই বলেন, "সিআইডি সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলছে। তবে আমাদের সিআইডিতে ভরসা নেই প্রথম থেকেই বলেছি। শনিবার অর্থাৎ আজ কামদুনি মোড়ে অবরোধ-অনশন চলবে। আমরা শনিবার বসে আলোচনা করব রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার ব্যাপারে।"