অনুব্রত মণ্ডল অতীত! বীরভূমে শুরু হচ্ছে নতুন অধ্যায়

বীরভূমে রাজনৈতিক প্রেক্ষাপটে এবার বড় পরিবর্তন এল সামনে। বড় পদে বসলেন অনুব্রত মণ্ডলের বিরোধী হিসাবে এলাকায় পরিচিত কাজল শেখ। এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।

author-image
Anusmita Bhattacharya
New Update
anubrata3

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: তৃণমূলের বীরভূম জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হলেন কাজল শেখ। নানুর থেকে বীরভূম জেলা পরিষদের বোর্ড গঠনে জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। জেলা পরিষদের সহ সভাধিপতি হলেন স্বর্ণলতা সোরেন।

গরু পাচার মামলায় তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর থেকেই দুরন্ত গতিতে উত্থান হয় কাজল শেখের। এই সিদ্ধান্তকে বীরভূম জেলার রাজনীতির এক বিশাল পরিবর্তন বলে ধরা হচ্ছে। অনুব্রত মণ্ডল থাকাকালীন সেভাবে দলে জায়গা না পেলেও অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরেই কোর কমিটিতে জায়গা হয় তাঁর। ইতিমধ্যেই বীরভূম জেলায় অনুব্রত মণ্ডলের গোষ্ঠীরা যে কার্যত পিছিয়ে পড়েছে তা স্পষ্ট।