১৪ মাস পর কোলাঘাটের স্বর্ণ ব্যবসায়ী খুনে মূল অভিযুক্ত গ্রেফতার

মূল অভিযুক্ত গ্রেফতার।

author-image
Adrita
New Update
দলের হেভিওয়েট নেতার মতো এবার মুখ্যমন্ত্রীও যাবেন জেলে?

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ কোলাঘাটের উত্তর জিঞাদার স্বর্ণ ব্যবসায়ী সমীর পড়িয়া খুনের মূল অভিযুক্ত গোরা শা নামে এক ব্যক্তিকে হেঁড়িয়া থেকে গ্রেপ্তার করল জেলা পুলিশের তদন্তকারী দল। প্রায় ১৪ মাস পর পুলিশের জালে অভিযুক্ত ধরা পড়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ২০শে নভেম্বর রাত পৌনে ন'টা নাগাদ ওই স্বর্ণব্যবসায়ী ৬ নম্বর জাতীয় সড়কের জিঞাদা বাজার থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতকারীদের একটি দল গুলি করে নৃশংসভাবে খুন করে সমীরের কাছে থাকা সোনা ও টাকা নিয়ে চম্পট দেয়। 

ঘটনার পর-পরই এলাকার নাগরিকেরা ওই খুনের প্রতিবাদে এলাকায় নাগরিক নিরাপত্তার দাবীতে " নাগরিক সুরক্ষা কমিটি " গড়ে  আন্দোলনে নামেন। একাধিকবার জেলাশাসক, পুলিশ সুপার এবং কোলাঘাটের বিডিও'কে বিক্ষোভ-ডেপুটেশনও দেন। ঘটনার কয়েকদিন পর হাওড়ার শ্যামপুর থেকে ঈশা হক নামে এক দুষ্কৃতিকে পুলিশ গ্রেফতার করে। এর বেশ কয়েক মাস পর বাগনান থেকে শেখ রাজু নামে পাঁশকুড়ার এক বাসিন্দাকে পুলিশ গ্রেফতার করে। ১৪ মাস পর হেঁড়িয়া থেকে গোরা সা গ্রেফতার হল বলে জানান কোলাঘাট থানার ওসি রাজু কুন্ডু।