নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: গাড়ির তেলের ট্যাঙ্কারে জল ভরে ১৩ টন লোহার রড চুরির চেষ্টার অভিযোগে ধৃত চালক ও মালিককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে দুর্গাপুর মহকুমা আদালত। সেই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। এ প্রসঙ্গে অ্যাডভোকেট দেবাশীষ মণ্ডল বলেন, '' অঙ্গদপুর-ভিত্তিক শ্যাম স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে লোহার রড লোডিংয়ের জন্য একটি পরিবহন সংস্থা থেকে একটি ট্রাক ভাড়া নেওয়া হয়েছিল। স্টিল প্ল্যান্ট থেকে টিএমটি বার লোড করে গন্তব্যে পৌঁছানোর কথা ছিল। এ সময় কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা লক্ষ্য করেন ট্রাকের তেলের ট্যাংকার থেকে জল বের হচ্ছে। এরপর ট্রাকটির ওজন করা হয়। ''
উল্লেখ্য, তেলের ট্যাঙ্কার এই রড চুরির অভিনব পন্থায় চুরির জন্য দুই ভাগে ভাগ করা হয়েছিল। তেলের ট্যাঙ্কারের এক অংশ ডিজেল এবং অন্য অংশে জল ভর্তি ছিল। ২৯ মে, ২০১৩ তারিখে, পরিবহন সংস্থাটি বারগুলি লোড করার জন্য ট্রাকটি প্ল্যান্টে ঢোকে, এরপর ২০১৩ সালের ৬ জুন প্ল্যান্ট ম্যানেজার বিপুল পানিগ্রহীর পক্ষে ট্রাক চালক ও মালিকের বিরুদ্ধে মামলা করা হয়। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ট্রাক চালক প্রদীপ চক্রবর্তী গ্রেফতার করেছে। এরপরয়ে আসামিরা জামিনে মুক্তি পান।
আরও জানা গিয়েছে যে, প্রায় ১১ বছর পর শুক্রবার মহকুমা আদালতে মামলার শুনানি শেষে আসামিদের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দুর্গাপুর এসিজেএম আদালতের বিচারক ১২ জন সাক্ষীর বক্তব্য শুনে নিয়ে আসামিদের সাজা দেন। অভিযুক্তের বিরুদ্ধে 120B IPC-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে। একই মামলার তদন্তে ট্রাকের চালক ও মালিককে দোষী সাব্যস্ত করা হয়েছে। এ ক্ষেত্রে উল্লেখ্য যে, এর আগেও ট্রাকচালক ও মালিকের যোগসাজশে তেলের ট্যাংকারে জল ভর্তি করে লাখ লাখ টাকার লোহার বার চুরি হয়েছে বলে মনে করছেন।