রূপনারায়ণ নদে মিষ্টি জলের রিভার ডলফিন সংরক্ষণে প্রশাসনের বিশেষ উদ্যোগ

বিশেষ উদ্যোগ নিল প্রশাসন।

author-image
Adrita
New Update
ওঃ

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ দাসপুরের রূপনারায়ণ নদে মিষ্টি জলের রিভার ডলফিন সংরক্ষণে প্রশাসনের বিশেষ উদ্যোগ। এই উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ বনদপ্তর ও ওয়াইল্ডলাইফ ইন্সটিউশন অফ ইন্ডিয়া(WII)। পশ্চিম মেদিনীপুরে দাসপুরের রূপনারায়ণ নদে প্রচুর পরিমাণে রয়েছে এই গাঙ্গেয় শুশুক, যা পরিবেশ ও বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যা বর্তমানে বিপন্ন প্রজাতির তালিকায় রয়েছে বলে বিশেষজ্ঞদের মত ।বর্তমানে এই প্রজাতির প্রাণীটি প্রকৃতি সংরক্ষণের  আন্তর্জাতিক সঙ্ঘের লাল তালিকায় রয়েছে। সেজন্যই  এই ডলফিন সংরক্ষণ নিয়ে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট আধিকারিকগন। তাঁরা বলেন গাঙ্গেয় শুশুক সংরক্ষণের জন্য ডব্লুআইআই এবং বন দপ্তর একত্রিত হয়ে  কাজ করবে। সেই উদ্দেশ্যে গত ২৯ নভেম্বর দাসপুর - ২ ব্লক অফিসে  দুই শতাধিক স্থানীয় মৎসজীবিদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়।

এদিনের বৈঠকে গাঙ্গেয় শুশুকের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং তার সংখ্যা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনার পাশাপাশি,স্থানীয় বাসিন্দাদের সচেতনতা বাড়ানো, নদীর দূষণ কমানো এবং শুশুকদের বাস্তুতন্ত্র রক্ষার জন্য কিছু বিশেষ পরিকল্পনার কথা তুলে ধরা হয়। কিন্তু নদীর দূষণ, জলবায়ু পরিবর্তন এবং মৎস্যজীবীদের অসচেতনতার কারণে নদীর ডলফিনের সংখ্যা ধিরে ধিরে  হ্রাস পাচ্ছে বলে জানা গেছে। তাই স্থানীয় মানুষদের সহযোগিতা  ছাড়া এই উদ্যোগে সাফল হওয়া সম্ভব নয় বলে মত প্রকাশ করেন সংশ্লিষ্ট আধিকারিকরা। বৈঠকে ঘাটাল ফরেস্টার রেঞ্জার দেবাশিস বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন দাসপুর-২-এর বিডিও প্রবীরকুমার শীট এবং অনান্য আধিকারিক ও ওই ব্লকের কর্মাধ্যক্ষগন এবং দেরাদুনের ওয়াইল্ডলাইফ ইন্সটিউশন অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা।