নিজস্ব প্রতিনিধি, পিংলা : নাবালিকা অবস্থায় মেয়ের বিয়ে দেওয়া নিয়ে প্রশাসনের তরফে সচেতনতার প্রচার চালালেও যেন ফিরছে না হুঁশ। সাধারণত আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারগুলির মধ্যে এ ধরনের প্রবণতা দেখা যায়। এবার পিংলায় নাবালিকার বিয়ে রুখলো প্রশাসন।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের মীরপুর এলাকায়৷ পুলিশ সূত্রে খবর, পিংলার উজান হরিপদ হাইস্কুলের পক্ষ থেকে পিংলা বিডিওকে একটি লিখিত অভিযোগ জানানো হয় যে ওই স্কুলে পাঠরত ক্লাস নাইনের ছাত্রীর দ্রুত বিয়ের ব্যবস্থা করতে চলেছে পরিবার। আর এই অভিযোগ পাওয়ার পরেই ওই পড়ুয়ার বাড়ি গিয়ে বিয়ে বন্ধ করলো পিংলা থানার পুলিশ ও বিডিও। আগামী দিনে আরো পড়াশুনা করানোর পাশাপাশি মেয়ে প্রাপ্ত বয়স্ক হলেই বিয়ে দেবেন বলে কথা দেন ওই পড়ুয়ার পরিবারের সদস্যরা৷