গভীর জঙ্গল থেকে কাটা হচ্ছে গাছ! বিক্ষোভ আদিবাসীদের

আদিবাসী ২২ মৌজার মানুষের বিক্ষোভ।

author-image
Anusmita Bhattacharya
New Update
gachkata

নিজস্ব প্রতিনিধি, সালানপুর: গভীর জঙ্গল থেকে কাটা হচ্ছে গাছ। গভীর জঙ্গলের ভেতরেই বনদফতরের কর্মী আধিকারিকদের সামনেই তুমুল প্রতিবাদ আদিবাসী ২২ মৌজার মানুষদের।

বুধবার সকালে আদিবাসী ২২ মৌজার লো এবং খেরোয়াল মহলের তরফে হদলা জঙ্গলে বিক্ষোভ দেখানো হয়। আসানসোলের মাইথন সংলগ্ন এলাকায় গভীর বনাঞ্চল থেকে বিনা অনুমতিতে কেটে নেওয়া হচ্ছে গাছ। কিসের স্বার্থে এইসব গাছ কাটা হচ্ছে সেই প্রশ্ন তুলে কার্যত বনদফতরের আধিকারিকদের ঘিরে গভীর জঙ্গলে ঢুকে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভ-প্রতিবাদে নামলেন। আসানসোলের হদলা অঞ্চলে রয়েছে ঘন জঙ্গল আর এই জঙ্গলের আশেপাশে আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস। তারা দীর্ঘদিন থেকে অভিযোগ জানিয়ে আসছেন। শেষ পর্যন্ত বনদফতরের আধিকারিকদের ডেকে গভীর জঙ্গলে প্রবেশ করে যেসব এলাকায় গাছ কাটা হচ্ছে সেইসব এলাকায় গিয়ে কার্যত বনদফতরের আধিকারিকদের সামনেই বিক্ষোভ শুরু করেন আদিবাসীরা। তাদের অভিযোগ, এক শ্রেণীর জমি মাফিয়ারা জোর পূর্বক বনদফতরের জমি দখল করে চোরের মতন গাছ কেটে জমি ঘেরাও করছে। এদিন তারা যখন বনদফতরের কর্মীদের নিয়ে জঙ্গলে গাছ কাটা দেখতে আসেন তখন ঘটনাস্থলে ধরা পড়ে রাজীব মুর্মূ নামক এক ব্যক্তি। তিনি জানান, 'চিত্ত মাঝি নামক এক ব্যক্তি এই কাজ করাচ্ছে। তার সঙ্গে রয়েছে বিমল গোরাই ও জাকির আনসারী। তারা এই অঞ্চলে পার্ক ও কটেজ করবে বলে এই জায়গা ক্রয় করেছে'। আর তিনি তাদের আদেশে কাজ দেখাশোনা করছেন। ঘটনাস্থলে বনদফতরের কর্মীদের পাশাপাশি রয়েছে কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ যায়।

Add 1