ব্যাপক ক্ষতির মুখে আদিবাসী নেগাচারী কুড়মি সমাজ, ডেপুটেশন মহকুমা শাসকের কাছে

অকাল বর্ষণে ব্যাপক ক্ষতি হয়েছে চাষের। পাঁচ দফা দাবিতে ঝাড়গ্রাম জেলা শাসকের কার্যালয়ে ডেপুটেশন দিল আদিবাসী নেগাচারী কুড়মি সমাজ। ক্ষতি পূরণ না দিলে আর তাঁরা চাষ করতে পারবেন না বলেও জানান।

author-image
Tamalika Chakraborty
New Update
COVER (8).jpg

নিজস্ব সংবাদদাতা: পাঁচ দফা দাবিতে ঝাড়গ্রাম জেলা শাসকের কার্যালয়ে ডেপুটেশন দিল আদিবাসী নেগাচারী কুড়মি সমাজ।  সংগঠনের দাবি, অকাল বর্ষণে একদিকে যেমন ধানের ক্ষতি হয়েছে, অপরদিকে যে আলু চাষ হয়েছিল তারও ব্যাপক ক্ষতি হয়েছে। সেই কারণে সরকারকে এর ক্ষতিপূরণ দিতে হবে। চাষিদের পাশে দাঁড়াতে হবে। তাঁরা দাবি করেন,  অতি দ্রুত সরকারকে  ক্ষতিগ্রস্ত চাষিদের কে শস্য বিমার আওতায় আনতে হবে।  সরকার সাহায্য না করলে, যে হারে চাষিরা ক্ষতির মুখে পড়ছেন, তাতে তাঁরা আগামীদিনে চাষ করতে পারবেন না। অপরদিকে তাঁরা অভিযোগ করেছেন, যখন চাষিরা এই ধান বিক্রি করতে যাচ্ছেন বিভিন্ন কিষাণ মান্ডিতে, দেখা যাচ্ছে যে সেখানে ১০ থেকে ১২ কিলো ধান তাদের কিষান মান্ডি  কেটে নিচ্ছে। তাদের দাবি যে এই ১০-১২ কিলো ধান কাটা বন্ধ করতে হবে। কারণ একদিকে হাতির হানাতে যেমন ধান নষ্ট হচ্ছে, অপরদিকে এই অকাল বর্ষনের ফলে প্রচুর ধান নষ্ট হয়েছে চাষিদের। এই নষ্ট হওয়ার পরেও চাষীদের কাছ থেকে ১০-১২ কিলো ধান কেটে নেওয়া হয় তাহলে চাষীদের হাতে কি থাকবে। পাশাপাশি এদিন হাতির হানাতে যে মৃত্যু হয় গ্রামবাসীদের সেই বিষয় নিয়েও ডেপুটেশন তারা দেন।