আদিবাসী মেলার উদ্বোধন হল চিলাপাতা সেলফি পয়েন্টে

উচ্ছ্বসিত আদিবাসী সম্প্রদায়।

author-image
Adrita
New Update
এ

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ রাজ্যের আদিবাসী উন্নয়ন দফতরের ব্যাবস্থাপনায় এবার জেলা আদিবাসী মেলা অনুষ্ঠিত হলো আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের চিলাপাতায় সেলফি পয়েন্টে। এদিন চিলাপাতা উৎসব নিয়ে চিলাপাতা ইকো টুরিজম সোসাইটি চিলাপাতা এলাকায় একটি শোভাযাত্রা করেন তাঁর পর আদিবাসী মেলা ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলন করে উদ্বোধন করেন আদিবাসী মন্ত্রী বুলু চিকবড়াইক সাথে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলাশাসক শ্রী আর বিমলা ও  জেলা পুলিশসুপার ওয়াই রগুবংশী ও জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব ও জলদাপাড়া ডিএফও পারভিন কাশোয়ান ও আলিপুরদুয়ারএর বিধায়ক সুমন কাঞ্জিলাল ও উত্তরবঙ্গের উন্নয়ন দপ্তরের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামি ও পচ্ছিমবঙ্গের ইকো ট্যুরিজম সোসাইটির চেয়ারম্যান রাজ বসু ও বিশিষ্ট সমাজসেবী তুষারকান্তি রায় সহ অন্যান্যরা।

এ ক্ষেত্রে  আলিপুরদুয়ার জেলায় বহু আদিবাসী জাতি জনজাতির বসবাস রয়েছে একেকটি জনজাতির একেক রকম কৃষ্টি সংস্কৃতি।এদিন পাশাপাশি জেলাশাসক আই লাভ চিলাপাতা সেলফি পয়েন্টএর সামনে একটি বাইসনের মূর্তি বসানো হয়েছে সেটিও উদ্বোধন করলেন জেলাশাসক আর বিমলা।ডুয়ার্সএ ঘুরতে এসে অনেকেই সেখানে সেলফি নিতে পারবেন।এদিন একেক রকম পোশাক পরিচ্ছদ, ভিন্ন ভিন্ন রকমের খাদ্যভাস। আদিবাসী জনজাতিদের এই সমস্ত রঙিন সংস্কৃতি কে সকলের সামনে তুলে ধরতেই এই মেলার আয়োজন।

এই মেলার মঞ্চে বিভিন্ন জন জাতিদের সংগীত, নৃত্যকলা দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে। এই মেলায় বিভিন্ন জন জাতিদের খাবারের স্টলও ছিলো। যেখানে থেকে তাঁদের খাবারের আস্বাদন গ্রহণ করতে পারছেন অনেকেই মেলায় আসা দর্শণার্থীরা।