নিজস্ব সংবাদদাতা: কালীপুজোর আগে সোনা রুপোর গহনা পড়িয়ে সাজানো হয়েছিল মাকে। সুযোগ বুঝে কালীপুজোর পরে যম দ্বিতীয়ার রাতে কালী মন্দিরের দেওয়াল কেটে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা। তারপরেই লক্ষাধিক টাকার সোনা-রুপোর অলংকার আর প্রণামির বাক্স ভেঙ্গে নগদ টাকা সহ লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
দুর্গাপুরের কোকওভেন থানা সংলগ্ন হ্যানিম্যান সরণীর গুরুত্বপূর্ণ রাস্তার পাশে এই দুঃসাহসিক ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। তদন্তে নামে কোকওভেন থানার পুলিশ। মঙ্গলবার সকালে মন্দিরের সেবায়েতরা মন্দিরের দরজা খুলতেই দেখেন মন্দিরের পাশের দেওয়াল কাটা। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে জিনিসপত্র। পড়ে আছে একটি মোবাইলও। এই ঘটনা জানাজানি হতেই এলাকার মানুষজন ভিড় জমান মন্দিরের সামনে। পৌঁছায় কোকওভেন থানার পুলিশও।
মন্দিরের সেবায়েত কল্পনা রায়ের অভিযোগ, “মন্দিরের দরজায় তালা দেওয়াই ছিল। তালা খুলতেই দেখি মায়ের সোনা-রুপোর গহনা আর প্রণামী বাক্স থেকে টাকা উধাও। উপরে তাকিয়ে দেখি দেওয়াল কেটে ভেতরে ঢুকেছিল দুষ্কৃতীরা। বাসনপত্র সবই গায়েব। সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়েছে। এই ধরনের ঘটনা এর আগে ঘটেনি। এই ঘটনার পর থেকে আমরা আতঙ্কিত। সঠিক তদন্তের দাবি এবং অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করছি”।
যদিও কোকওভেন থানার পুলিশ ইতিমধ্যেই সন্দেহভাজন দুজনকে আটক করেছে।