নিজস্ব সংবাদদাতা: রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। পঞ্চায়েত ভোটের (WB Panchayat Election 2023) দিন যে ভাবে হিংসার ঘটনা ঘটেছে, তা যাতে পুনরায় ভোট গণনার দিনও না ঘটে, তার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিলেন অধীর রঞ্জন চৌধুরী। চিঠিতে রাজ্য নির্বাচন কমিশনের কাছে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী অনুরোধ করেছেন যে, ভোটের গণনা যেন নিরপেক্ষ এবং শান্তিতে হয়।
১১ জুলাই পঞ্চায়েত ভোটের গণনা। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে যাতে ভোটের গণনা হয়, সেই বিষয়টি নিশ্চিত করার অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি লেখেন অধীর রঞ্জন চৌধুরী। সেই সঙ্গে চিঠিতে তিনি উল্লেখ করে দিয়েছেন যে, ভোটের সকল প্রার্থী এবং এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।