নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রবিবার বিএসএফের ইন্সপেক্টর জেনারেল (ইস্টার্ন কমান্ড) এস সি বুদাকোটিকে চিঠি লিখে ১০ জুলাই পঞ্চায়েত নির্বাচনের জন্য কয়েকটি বুথে পুনঃভোট গ্রহণের সময় হিংসার পুনরাবৃত্তি রোধে পর্যাপ্ত বাহিনী মোতায়েন করতে বলেছেন। রাজ্যের ৬৯৭টি বুথে পুনঃভোট গ্রহণ করা হবে।
চৌধুরী বলেন, "গত ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচনের সময় ক্ষমতাসীন (তৃণমূল কংগ্রেস) দলের গুন্ডা, সদস্য ও সমর্থকদের হামলায় ১৯ জন নিহত হয়েছে, অনেকে হাসপাতালে ভর্তি হয়েছে এবং শত শত মানুষ আহত হয়েছে। ২০২৩ সালের ১০ জুলাই পুনর্নির্বাচনের তারিখে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে যথাযথ নির্দেশনা সহ আপনার কমান্ডের অধীনে পর্যাপ্ত বাহিনী মোতায়েন করুন। ভোটকেন্দ্রের আশেপাশে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি নিশ্চিত করবে যে ভোটাররা নির্ভয়ে ভোট দেবেন।"
এর আগে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি লিখে পঞ্চায়েত নির্বাচনের সময় রাজ্যে সহিংস পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ১০ জুলাই পঞ্চায়েত নির্বাচনের পুনর্নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন।