বাংলায় রাষ্ট্রপতি শাসন! 'মোদী-দিদির মধ্যে বড় সেটিং', মন্তব্য অধীরের

বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হওয়া কি শুধু সময়ের অপেক্ষা?

author-image
SWETA MITRA
New Update
modi adhir mamata.jpg

নিজস্ব সংবাদদাতাঃ গায়েব হয়ে গিয়েছেন তৃণমূল নেতা শাহজাহান শেখ (Shahjahan Sheikh)। কোথায় তিনি? উঠছে প্রশ্ন। এদিকে এই বিষয়ে বড় মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। তিনি বলেন, "এটা স্পষ্ট যে শাসক দল পিছন থেকে অনেককে সাহায্য করছে। এই সাহায্য করছে বলেই না বাংলায় 'কাকা বাবু', 'খোকা বাবু', 'শাহজাহান' এবং 'নূরজাহান'-এর অভাব নেই। বিজেপির যদি সাহস থাকে, তাহলে তাদের কিছু করা উচিত। মণিপুরে তারা কিছুই করতে পারেনি। তাহলে বাংলায় বিজেপির লোকেরা এটা কিভাবে করবেন?  আমরা অন্তত অশান্ত অঞ্চলে রাষ্ট্রপতি শাসন চাই। কিন্তু তাদের সাহস নেই, তারা শুধু বড় বড় দাবি করে। সম্ভবত মোদীজি এবং দিদির মধ্যে গভীর সংযোগ রয়েছে, তাই এটি ঘটছে না।“