‘ব্যালট বক্সে ভোট টানতেই গ্যাসের দাম কমালেন প্রধানমন্ত্রী’

'আমরা হারতে পারি কিন্তু আমরা আমাদের প্রতিশ্রুতি দিয়ে তা রাখতে পারি'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
modi adhirs.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: নারী দিবস উপলক্ষ্যে কমেছে গ্যাস সিলিন্ডারের দাম। যা নিয়ে বেশ আনন্দিত মহিলামহল। কিন্তু এখানেই মোদির চাল দেখছেন লোকসভার সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এদিন তিনি সাংবাদিক বৈঠক করে বলেন, “প্রধানমন্ত্রী মোদী কী করেন, সাধারণ মানুষকে এটি জিজ্ঞাসা করুন। মানুষেরও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করা উচিত, আয়না তাদের বলে দেবে। রাহুল গান্ধী পাঁচটি লক্ষ্য নিয়েছেন যেখানে তিনি কৃষকদের জন্য এমএসপি এবং বেকারদের জন্য স্টার্টআপের গ্যারান্টি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি যে সমস্ত প্রতিশ্রুতি দেন তা পূরণ করেন, কর্ণাটক, রাজস্থান দেখুন। আমরা হারতে পারি কিন্তু আমরা আমাদের প্রতিশ্রুতি দিয়ে তা রাখতে পারি। কিন্তু মোদির বিজেপি তা জানেন না। বছরের পর বছর ধরে লুটপাটের পর, যখন মহিলাদের অবস্থা ভালো ছিল না, তখন প্রধানমন্ত্রী মোদি কিছু শিথিলতা দেওয়ার কথা ভেবেছিলেন। এখন আবার নির্বাচন যখন ঘনিয়ে আসছে, তখন তিনি নতুন করে জনসাধারণকে ঘুষ দিচ্ছেন। এই আশায় যে তা ব্যালট বক্সে প্রতিফলিত হবে”।

 

Add 1

স্ব

স