নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ এখনও স্থির না হলেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে বোমা। ঘটছে বিস্ফোরণের ঘটনা। ভোটের আগে তৃণমূল বোমা মজুত করছে বলে সুর চড়িয়েছে বিরোধীরা। এগরায় বিস্ফোরণের পর ফের মহেশতলায় বাজি কারখানায় বিস্ফোরণ নিয়ে এবার সুর চড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। একদিন এই বোমাই বাংলাকে সেষ করবে বলে সুর চড়িয়েছেন তিনি। তার অভিযোগ, বাজি তৈরির নামে কারখানাগুলিকে তৃণমূল কংগ্রেস বোমা তৈরির কারখানায় রূপান্তরিত করেছে।বোমার স্তুপের ওপর বসে আছে রাজ্য। পাশাপাশি কংগ্রেস নেতার প্রশ্ন, এত বারুদ কোথা থেকে আসছে? কিসের প্রয়োজনে আসছে? দু একটি উৎসব অনুষ্ঠানে এত বাজি লাগে না।