এবার সরকারি পুরস্কার ফিরিয়ে দিলেন সুদীপ্তা

এভাবেই প্রতিবাদ দেখালেন তিনি। 

author-image
Shroddha Bhattacharyya
New Update
gh

নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডে মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনার প্রায় পেরিয়ে গিয়েছে ২৫ দিন। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই কলকাতা পুলিশের তরফে গ্রেফতার করা হয়েছিল এক অভিযুক্তকে। বেশ কিছুদিন আগেই পলিগ্রাফ টেস্টও সম্পন্ন হয়েছে তার। সেখানে সাফ উঠে এসেছে তার মানসিক বিকৃতির কথা। সূত্রের খবর তিনি নাকি বাংলার বাসিন্দাই নন। অন্যদিকে ছেলের এই কুকীর্তির কথা জানেনই না তার মা।

First-time directors now get backing of producers in Tolly : Sudipta  Chakraborty | Indiablooms - First Portal on Digital News Management

এই সব টানাপোড়েনের মাঝে, তিলোত্তমা কাণ্ডের বিচার চেয়ে পথে নেমেছে হাজার হাজার মানুষ। দফায় দফায় দেখা মিলছে প্রতিবাদ মিছিলের। সাধারণ নাগরিক থেকে শুরু করে বিশিষ্ট রাজনৈতিক নেতা-নেত্রীরাও যোগ দিয়েছেন। প্রতিবাদ মিছিলে যোগ দিতে দেখা গেছে টলি পাড়ার একাধিক কলাকুশলীদের। এই আবহেই আবার আরজি কর কাণ্ড নিয়ে মুখ খুললেন বিশিষ্ট অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। তার প্রতিবাদের ভাষা খানিকটা অন্য।

rg kar protest 2222

বাংলা বিনোদনের দুনিয়ায় অসামান্য অবদানের জন্য রাজ্য সরকারের দেওয়া বিশেষ পুরস্কার ফিরিয়ে দিয়েই প্রতিবাদের আগুন জ্বালিয়েছেন তিনি। এছাড়াও কাঞ্চন মল্লিকের বিতর্কিত মন্তব্যের জন্য বন্ধু হিসেবে তাকেও ত্যাগ দিয়েছেন এই অভিনেত্রী। সূত্রের খবর তিনি জানিয়েছেন, নিজের যোগ্যতাতেই এই পুরস্কার পেয়েছিলেন তিনি। যখন এই পুরস্কার ফেরত দেবার ইমেল লিখে পাঠাচ্ছিলেন, ভীষণ কষ্ট হচ্ছিলো তার। তবু প্রতিবাদকেই বেছে নিলেন অভিনেত্রী। তবে অভিনেতা কাঞ্চন মল্লিককে নিয়ে বেজায় ক্ষুব্ধ তিনি। তিনি জানিয়েছেন যে অভিনেতার মুখ থেকে পুরস্কার নিয়ে কটাক্ষ শোনার বিষয়টা তিনি একেবারেই মেনে নিতে পারেননি। সেকথা বলতে একটুও দ্বিধা নেই তার।