সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি টিকু তালসানিয়া

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি অভিনেতা টিকু তালসানিয়া (Tiku Talsania)। হাসপাতাল সূত্রে খবর, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে অভিনেতার। বর্তমানে অভিনেতার বয়স ৭০ বছর।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
HEART ATTACK.jpg

নিজস্ব সংবাদদাতা: গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি অভিনেতা টিকু তালসানিয়া (Tiku Talsania)। হাসপাতাল সূত্রে খবর, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে অভিনেতার। বর্তমানে অভিনেতার বয়স ৭০ বছর। চরিত্রাভিনেতা মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি। 

জানা গিয়েছে, শুক্রবার একটি সিনেমা দেখার পর তিনি অসুস্থ বোধ করতে থাকেন। আচমকা বমি করতে শুরু করেন। দ্রুত হুইলচেয়ারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। 

উল্লেখ্য, একাধিক জনপ্ৰিয় সিনেমার কৌতুক অভিনেতার ভূমিকায় অভিনয় করেছেন টিকু। ২০০২ সালে সঞ্জয়লীলা বনশালির পিরিয়ড ড্রামা ‘দেবদাস’-এ তিনি একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন  যদিও সেটি অবশ্য কৌতুক চরিত্র ছিল না। এই সিনেমা রিলিজের পর অভিনেতার খ্যাতি ছড়িয়ে পড়ে বলিউডেও।