নিজস্ব সংবাদদাতা: শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর সর্বদাই নিজের ফ্যাশন, ফিল্ম, নমনীয় স্বভাবের জন্য প্রশংসিত হতে থাকেন।
বলিপাড়ার সকলেই ভালোবাসায় ভরিয়ে রাখেন তাকে। অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যু হবার পরে, মায়ের স্মৃতির উদ্দেশ্যে প্রতিবার শ্রীদেবীর জন্মদিনে জাহ্নবী তিরুপতি বালাজির মন্দিরে পুজো দিতে যান। আজ কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর জন্মদিন।
এবারও অন্যথা হয়নি তার। সকাল হতেই তাকে দেখা গেলো তিরুপতি বালাজির মন্দিরে। সঙ্গে ছিলেন তার প্রিয় বন্ধু শিখর পাহাড়িয়া ওরফে শিখু। পাকা হলুদ রঙের শাড়িতে, হালকা মেকআপ, খোঁপা করা চুলের সঙ্গে, ঐতিহ্যবাহী দক্ষিণ ভারতীয় সাজে ধরা দিলেন তিনি। শিখরের পরনে ছিল দক্ষিণ ভারতীয় ধরণের সাদা ধুতি ও উত্তরীয়।
#WATCH | Andhra Pradesh: Actor Janhvi Kapoor visited Tirupati Balaji Temple and offered prayers today. pic.twitter.com/jhZnqGuGOF