রায়গঞ্জে অ্যাসিড হামলা! বিহার যুবকদের তাণ্ডব এরাজ্যে

এই ঘটনার প্রতিবাদ করাতেই ঘটে গেল ভয়ংকর ঘটনা। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: রায়গঞ্জে অ্যাসিড হামলা। অনৈতিক ঘটনার প্রতিবাদ করতেই যুবকের উপরে অ্যাসিড হামলা। মৃত্যুর মুখে পতিত হয়ে পাঞ্জা লড়ছেন যুবক। এই ঘটনায় বিহারের বাসিন্দা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মদ খেয়ে বেপরোয়া বাইক চালকদের দৌরাত্ম যত্রতত্র। রাস্তায় বের হতে ভয় পান মহিলারা। মহিলাদের দেখলেই ধেয়ে আসছে কটূক্তি। এই ঘটনার প্রতিবাদ করাতেই ঘটে গেল ভয়ংকর ঘটনা। 

যুবকের উপর অ্যাসিড হামলা এবং ধারালো অস্ত্র দিয়ে প্রাণে মারার চেষ্টার অভিযোগ। গুরুতর আহত অবস্থায় সঞ্জয় গোয়ালা নামে যুবককে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি রায়গঞ্জের খরমুজাঘাট তুলসীতলা এলাকায়। আহত যুবকের অভিযোগ, পার্শ্ববর্তী রাজ্য বিহারের কয়েকজন যুবক ভাড়া থাকেন তার বাড়ির এলাকায়। মাঝেমধ্যেই দ্রুত গতিতে বাইক চালিয়ে মহিলাদের দেখে কটুক্তি করেন তারা। 

123

এর আগে বেশ কয়েকজন যুবক প্রতিবাদ করতে একই রকম সাজা ভোগ করতে হয় তাদের। শুক্রবার রাতেও এই প্রতিবাদ করেছিলেন সঞ্জয়। প্রতিবাদ করতেই তার উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হন অভিযুক্তরা বলে অভিযোগ। এমনকি তার চোখে এবং মুখে অ্যাসিড ঢেলে দেওয়া হয়। কোনরকমে নিজের প্রাণ হাতে করে দৌড়ে বাচেন তিনি। 

এই ঘটনায় রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে শনিবার বিহারের বাসিন্দা প্রিন্স কুমার নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। শহরের বুকে কেবল প্রতিবাদ করতেই এই মাসল গুনতে হল। তবে অন্যায়ের প্রতিবাদ করা কি বন্ধ করে দেবেন মানুষ!! প্রশ্ন উঠতে শুরু করেছে।

raiganj