বৈষ্ণবমতে দুর্গাপুজো হয় পিংলার সিংহ বাড়িতে

আর মাত্র কটা দিন বাদেই দুর্গাপুজো।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
s

নিজস্ব সংবাদদাতা, পিংলাঃ পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানা থেকে কিছুটা দূরে ভাসানপুকুর থেকে দেড়শো মিটার এগোলেই বড়পুকুরের দক্ষিণ-পশ্চিম কোণে সিংহ বাড়ি। কথিত আছে, রাজা লাউ সেনের রাজত্বকালে তাঁর সেনাপতি হয়ে শিবরাম সিংহ এলাকায় এসে এখানে চণ্ডীমন্দির প্রতিষ্ঠা করেন। স্বপ্নাদেশ পেয়ে নিজ হাতে দুর্গাপ্রতিমা গড়ে শুরু করেন পুজো। সেই মন্দির এখন জীর্ণ। 

জানা গিয়েছে, দুর্গাপুজোর পনেরো দিন আগেই একটি মাটির ঘরে নবমীকল্পে দেবী চণ্ডীর আরাধনা শুরু হয়। পাশের ঘরে চলে চতুর্ভুজা দুর্গাপ্রতিমা গড়ার কাজ। পরিবারের সদস্যরা বলেন, “ প্রতিমার মুখটি ছাঁচে নয়, হাতে গড়া হয়। মাটির প্রলেপ পড়া থেকেই মুখ বাদে দেবীর সারা দেহ ঢাকা থাকে, এটিই বৈশিষ্ট্য। আর লক্ষ্মী-সরস্বতী থাকে গণেশ-কার্তিকের নীচে। ” পরিবারের সদস্য প্রতাপ সিংহ জানালেন,'  আগে বলি হলেও এখন বৈষ্ণবমতে পুজো হয়। '

impac puja 2024