নিজস্ব সংবাদদাতা, পিংলাঃ পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের পিন্ডরুই গ্রাম। বর্তমান তমলুক বিধানসভার বিধায়ক ডঃ সৌমেন কুমার মহাপাত্র। সারা বছর পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার বাড়িতেই থাকেন তিনি। রাজনীতি, মন্ত্রীত্ব, শিক্ষকতা, ব্যবসাবাণিজ্য সব কিছুতেই সময় কেটে যায় সারা বছর। তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। বর্তমানে তিনি তমলুকের বিধায়ক। সারা বছর এই ভাবে কাটলেও দুর্গাপুজোর কয়েকটা দিন নিজের দেশের বাড়িতেই কাটান তমলুক বিধানসভার বিধায়ক ডঃ সৌমেন কুমার মহাপাত্র।
পিংলার পিন্ডরুই গ্রামে সপরিবারের হাজির হন সবাই। যারা দেশের বাইরে বিদেশে থাকেন তারাও সবাই হাজির হন এই গ্রামের বাড়িতে। পরিবার পরিজনের সঙ্গেই কাটে পুজোর কটা দিন। একশো বছর পুরানো এই পুজোতে দীর্ঘ কয়েক বছর নিজের হাতেই পুজো করেন বিধায়ক সৌমেন মহাপাত্র। বাড়ির রীতি মেনেই নবপত্রিকা পুজো করা হয়। এমনকি মহাষ্টমীর দিন কুমারী পুজোও করা হয়। এই বাড়ির পুজোতে কুমড়ো বলির দেওয়ার রেওয়াজ রয়েছে।