দুর্ঘটনা! বিচ্ছিন্ন যোগাযোগ‍! সরকারের হস্তক্ষেপের দাবি

বেড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে! বাড়ির ফেরার পথে খাদে পড়লো বাস। উত্তর ভারতে ভ্রমণ সেরে পশ্চিম মেদিনীপুরে বাড়ি ফিরছিলেন পর্যটকরা। ঘটে গেল দুর্ঘটনা।

author-image
Pallabi Sanyal
New Update
dd

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : দুর্ঘটনায় আহত পরিজনদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। উদ্বিগ্ন উত্তর ভারতে বেড়াতে যাওয়া  পর্যটকদের পরিবারের লোকেরা।  পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে টুরিস্ট বাসে করে উত্তর ভারত বেড়াতে গিয়ে, ফেরার পথে দুর্ঘটনার কবলে, টুরিস্ট গাড়ি। ঘটনায় আশঙ্কাজনক ২০ জন বলে জানা যাচ্ছে, আহতের সংখ্যা প্রায় ৪০ জন। জানা যায়, ২৫ আগস্ট ৬০ জন যাত্রী  নিয়ে উত্তর ভারত বেড়াতে গিয়েছিল ঘাটাল চন্দ্রকোনা বেশ কিছু মানুষ। শনিবার ভোররাতে, বাড়ি ফেরার সময় দুর্ঘটনার কবলে  পড়ে  টুরিস্ট বাসটি। জানা যায়, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তর প্রদেশের সিতাপুর লাগোয়া  রাস্তা থেকে খাদে পড়ে যায়। আর এই দুর্ঘটনায় জখম হয়েছে বাসে থাকা ৬০ জন। ঘটনার খবর পেয়ে উদ্বেগে পরিজনেরা, অনেকের দাবি যে আহতদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। আবার যারা যোগাযোগ করতে পেরেছেন তাদের দাবি,  পরিষেবা পাচ্ছে না তারা। চরম দুশ্চিন্তায় প্রহর গুণছে পরিবারের সদস্যরা। রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করছেন দুর্ঘটনায় আহত পর্যটকদের পরিজনেরা ।