নিজস্ব সংবাদদাতা : চলন্ত যানে জানলার বাইরে হাত রাখা কতটা ঝুঁকিপূর্ণ জানেন? ভুলের মাশুল গুনতে হচ্ছে এক মহিলাকে। দুর্ঘটনায় কাটা পড়েছে তার ডান হাত। ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকল উলুবেড়িয়া।
বাসে উঠলে জানলার বাইরে হাত বের করতে নিষেধ করা হয়। এবার দুর্ঘটনা ঘটলো অটোয়। এক যাত্রীর হাত বাইরে ছিল। সেই সময় চলছিল দুই অটোর রেষারেষি। যার জেরে খসে পড়লো মহিলা যাত্রীর হাত। মহিলা সকালবেলায় রান্নার কাজে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় ছটফট করছিলেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মহিলার নাম রেবা দাস। প্রসঙ্গত, চলন্ত যানে সাবধান থাকুন। ভুলেও জানলার বাইরে হাত রাখবেন না। এই ঘটনা চোখ খুলে দিল আরেকবার।