ছাত্রী মৃত্যুতে ফুঁসছে কালিয়াগঞ্জ, কেন নীরব দর্শকের ভূমিকায় পুলিশ?

রাজ্যে একের পর এক ধর্ষণ, মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা ঘটেই চলেছে। বারবারই পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে আসছে বলে অভিযোগ উঠছে। ঠিক যেমন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে (Kaliaganj) নাবালিকা ধর্ষণ ও খুনকাণ্ডে ফুঁসছে উত্তর দিনাজপুর।

author-image
SWETA MITRA
New Update
kalia.jpg

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে একের পর এক ধর্ষণ, মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা ঘটেই চলেছে। বারবারই পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে আসছে বলে অভিযোগ উঠছে। ঠিক যেমন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে (Kaliaganj) নাবালিকা ধর্ষণ ও খুনকাণ্ডে ফুঁসছে উত্তর দিনাজপুর। কালিয়াগঞ্জে এক কিশোরীকে নৃশংসভাবে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মেয়েটি নিখোঁজ ছিল এবং স্থানীয়রা পরের দিন অর্থাৎ শুক্রবার সকালে একটি খাল থেকে মেয়েটির দেহ উদ্ধার করেন স্থানীয়রা।

kalia 2.jpg

 পরিবারের দাবি, থানায় নিখোঁজ মামলা দায়ের করার পরেও পুলিশের কোনও হেলদোল ছিল না। মেয়েটির দেহ উদ্ধার করতে গেলে পুলিশের বিরুদ্ধে তেড়ে আসেন গোটা গ্রামবাসী। শুধু তাই নয়, পুলিশ এখনও অবধি এই ঘটনায় কাউকে গ্রেফতার অবধি করে উঠতে পারেনি। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এবং দোষীদের শাস্তির দাবিতে স্থানীয়রা রাস্তা অবরোধ অবধি করেন। গতকাল পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ অবধি করেন গ্রামবাসীরা বলে অভিযোগ। বিভিন্ন মহল থেকে বর্তমানে একটাই প্রশ্ন উঠছে, পুলিশ আর কতদিন ছন্নছাড়া মনোভাব নিয়ে থাকবে? প্রশাসন কবে মেয়েদের একটু সুরক্ষা দিতে সক্ষম হবে?