নিজস্ব সংবাদদাতা, পিংলাঃ গত ২৭ শে ডিসেম্বর সাড়ম্বরে শুরু হয়েছিল পিংলার নয়ার পটচিত্র মেলা,উদ্ধোধন করেছিলেন রাজ্যের মন্ত্রী ডঃ মানস রঞ্জন ভুঁইয়া ও খড়্গপুরের মহকুমাশাসক পাতিল যোগেশ অশোক রাও। আগে কোভিডের ধাক্কা,তারপর মাঝে দুই বছর টানাপোড়ানে এক প্রকার বন্ধ ছিল মেলা।অবশেষে ফের সাড়ম্বরে কাটলো পিংলার পট মেলা। এ বছর সমস্ত রেকর্ড ছাড়িয়ে পটের মেলায় প্রায় ৩০ লক্ষ টাকার ব্যাবসা হয়েছে। রাজ্য সরকার মেলার জন্য ৮ লক্ষ টাকা সহযোগিতা করেছে।
মেলাকে সামনে রেখে প্রত্যেকটি পটশিল্পী তাদের পসরা নিয়ে বসেছে। বিভিন্ন গাছ-গাছড়া,তাদের পাতা এবং বীজ থেকে রঙ তৈরি করে বিভিন্ন পটের ছবি আঁকা হয়েছে।মেলায় প্রথম দিনেই বহু মানুষের ভিড় ছিল। এই মেলায় তাদের যথেষ্ট ব্যাবসা বাণিজ্য যথেষ্ট ভালো হয়েছে। পটের ছবি পাশাপাশি টিশার্ট, ওড়না,শাড়ী,বাড়ীতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামেও পটের কাজ করেন শিল্পীরা। মেলার আজ শেষ দিন।
প্রত্যেকদিন জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান, খাওয়া দাওয়া, পর্যটকদের ভিড়। সব মিলিয়ে দুই বছর থমকে যাওয়ার পর নতুন ভাবে সেজে উঠেছিল পিংলার নয়ার পটপাড়া। কলকাতা,মুম্বাই,দিল্লী সহ একাধিক জায়গা থেকে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।