তদন্তের স্বার্থে নবজোয়ার বন্ধ? সিদ্ধান্ত অভিষেকের

জেলায় জেলায় এখন চলছে ‘তৃণমূলে নবজোয়ার’। এর মধ্যেই জেরার জন্য ডাক পড়ার সম্ভাবনা অভিষেকের। এই নিয়ে বড় ঘোষণা করলেন অভিষেক।

author-image
Anusmita Bhattacharya
New Update
abhisheknab

নিজস্ব সংবাদদাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জেরা করতে পারে ইডি (ED) ও সিবিআই (CBI), কুন্তল ঘোষের (Kuntal Ghosh) চিঠির মামলায় আজ এই নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)। তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে ‘তৃণমূলে নবজোয়ার’ (Nabojoyar) কর্মসূচি স্থগিত রেখে যাবেন বলেই জানান। তবে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি বানচাল করার চক্রান্ত করলে তা সফল হবে না বলেও ইঙ্গিত দিলেন। বলেন যে দিল্লিতে আগেও ডাকা হয়েছে তাঁকে। আবার ডাকলে যেতে রাজি। তদন্তের স্বার্থে ডাকলে একদিন যাত্রা থামিয়ে যাবেন। তিনি পূর্ণ সহযোগিতা করবেন। বিচারব্যবস্থার উপর আস্থা প্রকাশ করলেন অভিষেক।