বিজেপির থেকে ৫ আসনে তৃণমূলকে এগিয়ে রাখলেন অভিষেক!

বঙ্গে এসে অমিত শাহ বিজেপি কর্মীদের টার্গেট দিয়েছিলেন ৩৫টি আসনের। অভিষেক সেখানে ভগবানগোলার কর্মসূচি থেকে তৃণমূল কর্মীদের ৪০ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন।

author-image
Pallabi Sanyal
New Update
abhishek banerjee.jpg

অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা : টার্গেট পঞ্চায়েত নির্বাচন। বিজেপির পর এবার দলীয় কর্মীদের টার্গেট বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বঙ্গে এসে অমিত শাহ বিজেপি কর্মীদের টার্গেট দিয়েছিলেন ৩৫টি আসনের। অভিষেক সেখানে ভগবানগোলার কর্মসূচি থেকে তৃণমূল কর্মীদের ৪০ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, ''তৃণমূলের যদি সাংসদ সংখ্যা ৩৫-৩৬ হতো, টাকা আটকে রাখার ক্ষমতা হতো না বিজেপির। পেট্রোলের দাম আরো কম হতো। কমতো রান্নার গ্যাসের দামের টাকাও। ''  তৃণমূল একটি আসন কম পেলে কিছু যাবে আসবে না কিন্তু একটি আসন বেশি পেলে অধিকারের টাকা পাবেন বলে সুর চড়ান অভিষেক।