নিজস্ব সংবাদদাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরকে কেন্দ্র করে সকাল থেকেই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ঠাকুরনগরে। সমগ্র ঘটনায় বিজেপি সাংসদ তথা মতুয়া অল ইন্ডিয়া মতুয়া সঙ্ঘের সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুরের বিরুদ্ধে ধর্মের রাজনীতি করার অভিযোগ তুলেছেন অভিষেক। সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, ''তিন মাস অন্তর আসব। দম থাকলে আটকে দেখান।'' অভিষেক মনে করিয়ে দেন, ''শান্তনু ঠাকুর যে বাড়িতে রয়েছেন তার জলের ব্যবস্থা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে রাস্তায় দাঁড়িয়ে সকাল থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে তার প্রবেশের বিরোধিতা করে সেই রাস্তাও বানিয়েছে তৃণমূল সরকার।'' ধর্মের বাইরে বেরিয়ে এসে লড়াইয়ের ডাক দেন অভিষেক। মতুয়া মাটিকে কালিমালিপ্ত করা হচ্ছে বলেও সুর চড়ান তিনি। বলেন, ''রাজনৈতিক কর্মসূচি ছিল না।'' পুজো দিতেই তিনি মতুয়া মন্দিরে এসেছেন বলে সাফ জানান। সঙ্গে হুঁশিয়ারির সুরে বলেন, ''চাইলে ভিড় ভেঙে মন্দিরে ঢুকতে ৫ মিনিট সময় লাগবে। বিজেপির লোকেরা সকাল থেকে মন্দির ঘিরিয়ে রেখেছে যাতে না ঢুকতে পারি।'' এদিকে, মতুয়াদের দাবি, মতুয়াদের নিয়ে করা মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।