নিজস্ব সংবাদদাতা: বাংলা জুড়ে তাঁর ঐতিহাসিক কর্মসূচি যেভাবে হাজার হাজার মানুষকে ছুঁয়ে গেছে তাতে উচ্ছ্বসিত অভিষেক বন্দ্যোপাধ্যায়।শুক্রবার জন সংযোগ যাত্রা শীর্ষক এই কর্মসূচি ৪,০০০ কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করেছে। ৪৪ দিনে মোট ১৮টি জেলায় পৌঁছে গেল তৃণমূলে নবজোয়ার। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে যেহেতু আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য আদর্শ আচরণবিধি লাগু হয়ে গিয়েছে, সেই জন্য তৃণমূলে নব জোয়ারের শেষ অধিবেশন নদিয়ার কল্যাণীতে আয়োজন করা হবে। তবে জন সংযোগ যাত্রা ১৬ জুন কাকদ্বীপ পর্যন্ত জারি থাকবে।