'বিবিধের মাঝে দেখো মিলন মহান', বিশেষ পোস্ট অভিষেকের

মুর্শিদাবাদে এক সংখ্যালঘু সম্প্রদায়ের দলীয় কর্মীর বাড়িতে স্থানীয় নেতৃত্বদের নিয়ে বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
abhishek khargram

অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা :  সোমবার ১৪ দিনে পড়লো তৃণমূল কংগ্রেসের নবজোয়ার যাত্রা। এদিন  মুর্শিদাবাদে এক সংখ্যালঘু সম্প্রদায়ের দলীয় কর্মীর বাড়িতে স্থানীয় নেতৃত্বদের নিয়ে বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে উপস্থিত ছিলেন নানা সম্প্রদায়ের মানুষ। প্রথম থেকেই সম্প্রীতির বার্তা দিয়েছে তৃণমূল কংগ্রেস। সকলকে সঙ্গে নিয়েই পথ চলার বার্তা দিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক।  তার উপস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনের আগে খড়গ্রামে আলতামাস কবীরের বাড়ি পরিণত হয়েছিল এক মিলনক্ষেত্রে। সেখানে স্থানীয় সমস্যা, অভাব-অভিযোগ নিয়ে হয় আলোচনা।