পাঁচ পাঁচটি মেগা জনসভা অভিষেকের!

লোকসভা ভোটকে সামনে রেখে পাঁচটি মেগা জনসভা অভিষেকের। লক্ষ্য ৪২ এ ৪২।

author-image
Shroddha Bhattacharyya
New Update
zxcvbnm

নিজস্ব সংবাদদাতা: ১০ মার্চ অনুষ্ঠিত হবে তৃণমূলের 'জনগর্জন' সভা। আসন্ন লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে ব্রিগেডের এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সভার মূল বক্তা হলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এইদিন  সভামঞ্চ থেকে মূলত কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনার প্রতিবাদের আওয়াজই তোলা হবে।

ব্রিগেডে 'জনগর্জন' সভার পরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক জনসভা করবেন সবুজ সেনার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১৪ মার্চ জলপাইগুড়িতে সভা করবেন তিনি। তারপর রওনা দেবেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। সেখানে সভা করবেন ১৬ মার্চ। ১৮, ২০ এবং ২২ মার্চ যথাক্রমে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর স্টেডিয়াম, বসিরহাট ও পূর্ব বর্ধমানে জনসভা করবেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড। জানা যাচ্ছে সভামঞ্চ থেকে আবাস যোজনার প্রাপ্য অর্থ থেকে বঞ্চিতদের নিয়ে বিশেষ বার্তা দেবেন তিনি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন যে লোকসভা নির্বাচনে ৪২টি আসনেই প্রার্থী দিতে চলেছে তৃণমূল। অন্যদিকে, আজ কৃষ্ণনগরে প্রধানমন্ত্রী তাঁর পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিনের সভায় স্লোগান তুলেছেন 'আবকি বার ৪০০ পার'। এসব দেখে রাজনৈতিক মহল মনে করছেন ২০২৪-এর ভোটে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে ঘাসফুল ও পদ্মফুলের শিবিরের মধ্যে। এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ দুই শিবির। তাই ভোটের রণডঙ্কা বাজতে না বাজতেই কোমর বেঁধে প্রচারে নেমেছে তারা।

add 4.jpeg

cityaddnew

স

স