নিজস্ব সংবাদদাতা: একদিকে যখন দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন নির্বাচনে নির্ঘন্ট প্রকাশ করছে, ঠিক সেই সময় মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী সমর্থকদের নিয়ে জনসভা করেন। তিনি মানুষের পাশে থাকার বার্তা দেন। শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত বেলদাতে তৃণমূল কংগ্রেসের 'জনগণ জনসভা'র আয়োজন করা হয়। প্রধান বক্তা ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চে উঠে মেদনীপুরের পূণ্যভূমিকে নমস্কার জানান অভিষেক। তারপর তিনি বলেন, মেদিনীপুরের মাটি বিপ্লবের মাটি, এই মাটিতে অনেক স্বদেশ প্রেমিক জন্মগ্রহণ করেছিলেন। তাই এইখান থেকেই আসন্ন লোকসভা নির্বাচনে শাসকদলের রাজনৈতিক লড়াই শুরু হল বলে তিনি মন্তব্য করেন। সভায় আগত তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের ধন্যবাদ জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ২০১১ সালে তৃণমূল কংগ্রেসের সরকার গঠন হওয়ার পর, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ নেওয়ার পরে পশ্চিম বাংলার মানুষ নতুন উন্নয়নের স্বপ্ন দেখতে শুরু করেছে। পাশাপাশি তিনি মেদিনীপুরের বিভিন্ন জায়গায় কর্মীদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। মঞ্চে উঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি করেন, আগামী দিনে পশ্চিমবঙ্গে বিরোধীদের বিসর্জনের পথ দেখাবে মেদিনীপুর। এদিনের বেলদার জনসভার মঞ্চ থেকে তিনি ১০০ দিনের প্রকল্পের টাকা আটকে রাখার বিষয়েও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে যে ১০০ দিনের টাকা দেওয়ার প্রতিশ্রুতি করেছিলেন, তা মানুষ পেয়েছেন বলেও দাবি করেন তিনি।