নিজস্ব সংবাদদাতা: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আপ্তসহায়ক এর নাম করে শিলিগুড়ি শহরের এক ব্যবসায়ীকে হুমকি দিয়ে টাকা তোলার অভিযোগ উঠেছে রাজ্যের এক মন্ত্রীর মেয়ের প্রাক্তন গাড়ি চালকের বিরুদ্ধে। এই অভিযোগ নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি শহরের ব্যবসায়ী মহলে।
পুলিশের একটি টিম হোয়াটসঅ্যাপ কলের সূত্র ধরে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে গিয়ে ওই অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্তের নাম মিলন কামিলা। ধৃতের বয়স ৩৭। ২০২২ সাল পর্যন্ত রাজ্যের এক মন্ত্রীর মেয়ের গাড়ি চালিয়েছে ধৃত। সেই সূত্রে বিভিন্ন সময় প্রভাবশালীদের পরিচয় দিয়ে, কোন সময় আবার চাকরি করে দেওয়ার নাম করে সে টাকা তুলেছে বলেও অভিযোগ। অভিযুক্ত এই করে কলকাতা শহরে সম্পত্তি বানিয়ে ফেলেছে বলেও সূত্রের খবর।
সূত্রের খবর চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে এক মহিলার অভিযোগের ভিত্তিতে পুরুলিয়ার পুঞ্চা থানা তাকে গ্রেফতার করেছিল। অভিযোগ ছিল চাকরি দেওয়ার নাম করে অনলাইনে টাকা নেওয়ার। এদিকে শিলিগুড়ির এক ব্যবসায়ীকে টাকা চাওয়ার তদন্তে নেমে অভিযুক্ত যে অ্যাকাউন্টে টাকা লেনদেন করেছে সেই অ্যাকাউন্ট কার তা জানতে গত রবিবার শিলিগুড়ি পুলিশ অভিযুক্তকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নেয়।
সূত্রের খবর শিলিগুড়ির মহানন্দা পাড়ার এক ব্যবসায়ীর কাছ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের নাম করে কিছু টাকাও সে নিয়েছে। আরো টাকা চাওয়া হয়েছিল তার কাছে। কিন্তু এই ব্যবসায়ী খোঁজখবর নিয়ে জানতে পারেন এর সাথে সুমিত রায়ের কোন সম্পর্ক নেই। এরপরেই পুলিশের দ্বারস্থ হন তিনি।
অবশেষে গ্রেফতার করা হয় তাকে। ১৬ তারিখ পুলিশ রিমান্ডে নিয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কিছু তথ্য পেয়েছে শিলিগুড়ি পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তকে পুনরায় শিলিগুড়ি আদালতে পেশ করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের খালপাড়া আউট পোস্ট। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।