নিজস্ব সংবাদদাতা: নদিয়া যাওয়ার পথে কালনায় বিক্ষুব্ধ কুড়মি নেতাদের সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাস্তায় দাঁড়িয়ে কথা বললেন নেতাদের সঙ্গে। আশ্বাস দিলেন সমস্যা সমাধানের চেষ্টার। নিজেদের দাবিতে বেশ কিছুদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছে কুড়মিরা। বৃহস্পতিবার বর্ধমানের কালনার ধাত্রীগ্রামের কাছে সড়ক অবরোধ করেন তাঁরা। নবজোয়ার কর্মসূচিতে নদিয়া যাওয়ার পথে কুড়মিদের দেখে গাড়ি থামিয়ে কথা বললেন অভিষেক। ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথও।