নিজস্ব সংবাদদাতাঃ আজ শুক্রবার ফলতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হল। তিনি বলেন 'গতকাল এখানে কর্মসূচি থাকলেও ইডি ডাকায় আসতে পারিনি। তৃণমূলের সঙ্গে না পেরে বিজেপি এজেন্সিকে ব্যবহার করছে। প্রায় ৬ হাজার পাতার নথি ইডি দফতরে জমা দিয়েছি গতকাল। কয়লাকাণ্ডে কিছু না করতে পেরে নিয়োগ মামলায় বারবার ডাকছে। আমার বাবা মা-কেও ছাড়ছে না। ধমকে চমকে দমানো যাবে না। বহিরাগতদের কাছে মাথানোট করবো না। তৃণমূল কংগ্রেস সবসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। ধর্ম নিয়ে রাজনীতি করে না তৃণমূল।'