নিজস্ব সংবাদদাতা: আজ বৃষ্টিতেও থামল না নবজোয়ার যাত্রা। চাকদহে খ্যাতনামা ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ক্রীড়াক্ষেত্রে তাঁদের বিভিন্ন সাফল্যের প্রশংসা করেন। ক্রীড়াবিদদের সমস্যার বিষয়েও খোঁজখবর নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁদেরকে সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছনোর জন্য ও বাংলাকে গর্বিত করার জন্য উৎসাহ দিলেন অভিষেক। ছাতা নিয়ে বৃষ্টিতে নবজোয়ার যাত্রা করলেন আজ। নিজের ছাতা নিজেই ধরে হাঁটলেন রাস্তায়।