নিজস্ব সংবাদদাতা : গত বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের আরো কাছে পৌঁছনোর জন্য চা চক্র কর্মসূচি গ্রহণ করেছিল বিজেপি। তারপর থেকে আজও সেই কর্মসূচি পালন করে চলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সকাল বেলায় প্রাতঃভ্রমণ সেরে তিনি চায়ের কাপে চুমুক দিতে দিতে কথা বলেন স্থানীয়দের সঙ্গে। শোনেন সুবিধা-অসুবিধার কথা। এবার চা-চক্রে দেখা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। ফারাক একটাই। দিলীপ ঘোষ চা চক্র করেন দিনের শুরুতে, একদম সকালে। অন্যদিকে, অভিষেককে চা চক্রে দেখা যায় দিনভর ঠাসা কর্মসূচির পর সন্ধে বেলায়। এক কাপ চা দূর করে ক্লান্তি। তাই হয়তো দিনের শেষেই চায়ের কাপে চুমুক দিতে দিতে জনসংযোগ সারেন অভিষেক। তার ফেসবুকে একটি সান্ধ্যকালীন ভিডিও পোস্ট করে ক্যাপশানেই লেখা হয়েছে 'স্থানীয়দের সঙ্গে চা-চক্রে'। রবিবার তিনি ছিলেন ক্ষীরপাইতে। সেখানেই সন্ধেবেলায় স্থানীয় এক চায়ের দোকানে চা-চক্র করেন তিনি। এদিকে, চা-চক্র বিজেপির কর্মসূচি হওয়ায় রাজনীতিবিদদের কেউ কেউ আবার নাম অনুকরণের অভিযোগ তুলেছেন। তবে যাই হোক, ক্লান্তি দূর করতে এখনও ভরসা সেই চায়ের কাপই।