ওড়িশা ট্রেন দুর্ঘটনা: নবজোয়ার বাতিল করলেন অভিষেক

'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচি নিয়ে দু'মাস ধরে জেলায় জেলায় ঘুরছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বাতিল করলেন তাঁর কর্মসূচি।

author-image
Anusmita Bhattacharya
New Update
corabhi

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: সাম্প্রতিক সময়ের দেশের সবচেয়ে বড় রেল দুর্ঘটনার সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশা। করমণ্ডল এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস ও পণ্যবাহী ট্রেনের সংঘর্ষের বলি হয়েছেন কমপক্ষে ২৬১ জন। আহতের সংখ্যা হাজার ছুঁয়েছে। এই পরিস্থিতিতে দুর্ঘটনাস্থলে শুক্রবার রাতেই পৌঁছে গিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল।

ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালেশ্বরে হাজির হন। দীর্ঘক্ষণ দুর্ঘটনাস্থলে থেকে তিনি পর্যবেক্ষণ করেন গোটা পরিস্থিতি। বাংলার যাত্রীদের সুরক্ষা নিয়ে ভাবছে তৃণমূল। এই পরিস্থিতিতে শনিবারের মতো নিজের কর্মসূচি 'তৃণমূলে নবজোয়ার' স্থগিত রাখলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে হাওড়ায় প্রথম পদযাত্রাটি করেন তিনি।  শনিবার হাওড়া জেলার বাগনান, শ্যামপুর-সহ একাধিক জায়গায় তাঁর কর্মসূচি করার কথা ছিল।