নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় উপস্থিত থাকছেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলী।
শনিবার বিকেলে শিলিগুড়িতে সভা করবেন মোদি। সেই মঞ্চেই দেখা যাবে অভিজিৎকে। শনিবার সকাল ১১টা ১৫ নাগাদ বাগডোগরায় পা রেখেছেন অভিজিত্। উত্তরবঙ্গের বিজেপি নেতা শঙ্কর ঘোষ তাঁকে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান।