নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: একদিকে আরজি করের ঘটনায় এখনও উত্তাল রাজ্য রাজনীতি। আর তারই মধ্যে টানা বর্ষণ এবং বাঁধ থেকে জল ছাড়ায় বানভাসি পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। বিশেষ করে ঘাটাল, দাসপুর, কেশপুর, ডেবরা, পাঁশকুড়া, পিংলা, খড়গপুরসহ একাধিক গ্রামীণ এলাকা। এই প্রাকৃতিক বিপর্যয়ে সংগঠন ক্লাবের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী সাহায্য করা হচ্ছে। বিস্কুট, চিড়ে, মুড়ি, বিভিন্ন শুকনো খাবার, ত্রিপল, এবং মেডিসিনসহ যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়া হচ্ছে বন্যার্তদের কাছে।
এই প্রাকৃতিক বিপর্যয়ের পরিস্থিতিতে পাশে এসে দাঁড়ালো মেদিনীপুর মেডিকেল কলেজ এবং আর জি কর হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। এইদিন কেশপুরের টাবাগেড়িয়া এলাকাতে একটি ত্রাণ শিবিরের আয়োজন করা হয়। দুটি মেডিকেল কলেজ থেকে প্রায় ৩০ জন জুনিয়র ডাক্তার এই ক্যাম্পে এসে হাজির হয়েছে। তারা এদিন বন্যার্ত মানুষদের চিকিৎসা করেন। তাদের এই ক্যাম্পের ফলে উপকৃত হয় কয়েক শতাধিক মানুষ।
সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, এই গ্রাম থেকে তারা কলা গ্রামেও যান। সেখানে জল পেরিয়ে গৃহবন্দী মানুষদেরকে ঔষধ এবং তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন জুনিয়র ডাক্তাররা।