নিজস্ব সংবাদদাতা : গরুপাচার মামলায় আদালতে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ আব্দুল লতিফ। তবে একা নয়, বেশ কয়েকজন সঙ্গীকে নিয়ে সোমবার সকালে নির্দিষ্ট সময়ের অনেক আগেই পৌঁছে যায় আদালতে।বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে হয় মামলার শুনানি। চার দিন অন্তর অন্তর সিবিআই দফতরে তাকে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত।
প্রসঙ্গত, আসানসোল আদালতে গরুপাচার মামলার শুনানি শুরু হয় সোমবার সকাল ৯ টা নাগাদ। সময়ের প্রায় ২ ঘন্টা আগেই আদালতে হাজির হয়েছিলেন গরু পাচার মামলায় অভিযুক্ত তথা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ আব্দুল লতিফ। সুপ্রিম কোর্টের রক্ষাকবচ থাকায় তার বিরুদ্ধে এখনই নেওয়া যাবে না কোনো কড়া পদক্ষেপ, গ্রেফতারও করা যাবে না।গত বৃহস্পতিবার সিবিআই আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন লতিফ। এরপর গরু পাচার মামলার শুনানি হওয়ার কথা ছিল ৬ মে, শনিবার। তা না হওয়ায় আদালতের পূর্ব নির্দেশ বহাল ছিল।