নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ প্রায় ১৩ ঘন্টা টানাপোড়েনের পর পরিত্যক্ত ব্যাগ থেকে বের হল ছেঁড়া কাপড় জামা। বুধবার রাত ১০টা থেকে দুর্গাপুরের সুকান্তপল্লীতে একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। যার ফলে পুলিশ রাত থেকেই গোটা এলাকা কর্ডন করে রাখে। চরম নাকাল হতে হয় স্থানীয় বাসিন্দাদের। বৃহস্পতিবার সকালে বোম্ব স্কোয়াড এসে ব্যাগটি ছিঁড়ে ফেলে। ব্যাগ থেকে কিছু ময়লা ছেঁড়া কাপড় বের হয়।
অন্যদিকে এই ইস্যুকে ঘিরে রাজনৈতিক রঙ লেগেছে। বিজেপি ও তৃণমূল পরষ্পরের বিরূদ্ধে চক্রান্তের অভিযোগ এনেছে। তৃণমূল নেত্রী লাভলি রায় অভিযোগ তুলেছে বিজেপির বিরূদ্ধে। তিনি জানান যে,'' নিজেদের দিকে ফোকাস টানার জন্য এটা বিজেপির চক্রান্ত। ''
অন্যদিকে বিজেপিও পাল্টা অভিযোগ এনেছে তৃণমূলের বিরূদ্ধে। বিজেপির জেলাসহ সভাপতি মনীষা শিকদার অভিযোগ করেন যে, '' তৃণমূলের জনসংযোগ নেই। আমাকে আটকানোর জন্যই এই চক্রান্ত। '' এক্ষেত্রে উল্লেখ্য যে, মনীষা শিকদারের ম্যারেজ হলের সামনেই এই পরিত্যক্ত ব্যাগটি পড়েছিল।