নিজস্ব সংবাদদাতা : দিল্লির আদালতে আজ এএপি বিধায়ক নরেশ বালিয়ানের গ্রেপ্তার সংক্রান্ত শুনানি হয়। এই বিষয়ে তাঁর আইনজীবী অ্যাডভোকেট এনসি শর্মা বলেন, "পুলিশ ৫ দিনের রিমান্ড চেয়েছিল, কিন্তু তাদের দাবি করার মতো কোনও যথাযথ ভিত্তি ছিল না। আদালতও বারবার প্রশ্ন করেছেন, তাদের রিমান্ডের পক্ষে কী কারণ আছে। তবে, শেষ পর্যন্ত আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।"
তিনি আরও বলেন, "বালিয়ানের গ্রেপ্তারের পেছনে কোনও শক্তিশালী প্রমাণ নেই। এমনকি গ্রেপ্তার সংক্রান্ত অডিও নমুনা বা নির্ভরযোগ্য কোনো উৎসও নেই। শুধুমাত্র সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্যের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।" জামিন আবেদন প্রসঙ্গে তিনি আশাবাদী, "আমরা আইনিভাবে যথাযথ প্রমাণ উপস্থাপন করে জামিন পাবো এবং আমাদের বিশ্বাস, আদালত ন্যায়বিচার করবে।"