দিল্লির সমস্ত সরকারি দপ্তর খালি করার প্ল্যান করছে বিজেপি!

আপ বিধায়ক আমানতুল্লাহ খানের বাড়িতে ইডির অভিযানের প্রসঙ্গে মন্তব্য করলেন দিল্লি সরকারের মন্ত্রী এবং আপ নেতা সৌরভ ভরদ্বাজ। 

author-image
Shroddha Bhattacharyya
New Update
Saurabh Bharadwaj

 নিজস্ব সংবাদদাতা: আপ বিধায়ক আমানতুল্লাহ খানের বাড়িতে ইডির অভিযানের প্রসঙ্গে দিল্লি সরকারের মন্ত্রী এবং আপ নেতা সৌরভ ভরদ্বাজ বলেছেন, ""এটি ২০১৬ সালের ঘটনা। ৮ বছর ধরে এটি চলছে। সমস্ত সংস্থা বিভিন্ন স্তরে এই মামলাটির তদন্ত করেছে।

Saurabh Bharadwaj as2.jpg

কিন্তু এখনও পর্যন্ত কিছুই পাওয়া যায়নি। এটি কেন্দ্রীয় সরকারের জন্য অত্যন্ত লজ্জার বিষয় যে এসিবি এবং সিবিআই তাদের তদন্ত করা সত্ত্বেও, অর্থের যে লেনদেন হয়েছে তা প্রমাণ করতে পারেনি।

Saurabh Bharadwaj

কেন্দ্রীয় সরকার চায় দিল্লির সমস্ত সরকারি দপ্তর খালি থাকুক। গোটা দেশ দেখছে কীভাবে সংস্থাগুলির অপব্যবহার করা হচ্ছে এবং নির্বাচন এলেই এই লোকেরা এই ধরনের চাপ বাড়াবে।"