'লাডকে হ্যায়', গালতি হো জাত হ্যায়' - অভয়া কাণ্ডে শীর্ষস্থানীয় নেতার মন্তব্যে তোলপাড়, জানুন বিস্তারিত

বিজেপি সাংসদ বাঁসুরি স্বরাজ কেজরিওয়াল ও AAP সরকারকে তীব্র সমালোচনা করে দাবি করেন, নারীদের সুরক্ষা নিয়ে তাদের নীরবতা অত্যন্ত দুঃখজনক।

author-image
Debapriya Sarkar
New Update
bansuri swaraj jk.jpg

নিজস্ব সংবাদদাতা : বিজেপি সাংসদ বাঁসুরি স্বরাজ আজ এক বিবৃতিতে বলেন, "আজ নির্ভয়ার আত্মা অবশ্যই খুব লজ্জিত বোধ করছে, যখন তার ধর্ষণের ঘটনার পর, মহিলাদের সুরক্ষার ব্যাপারে বড় বড় কথা বলা AAP নেতৃত্ব এক দশক ধরে ক্ষমতা ভোগ করেছে।" তিনি আরো বলেন, "যখন AAP-এর শীর্ষ নেতারা মহিলাদের সুরক্ষা নিয়ে বড় দাবি করেছিল, তখন তারা কীভাবে মুখে নিরাপত্তার কথা বলেছিল, অথচ এক নারী মন্ত্রীর অধীনে থাকা সরকার এর বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেয়নি।"

Protest

স্বরাজ অভিযোগ করেন, "আজ 'মহিলা আদালত' আয়োজনের কথা ভাবছিলেন AAP নেতারা, কিন্তু কোথায় ছিল কেজরিওয়াল যখন তার দলের সেক্রেটারি তার দলের এক মহিলা এমপির সাথে দুর্ব্যবহার করে, তাকে মারধর করে, এবং কেজরিওয়াল সেই অভিযুক্তকে রক্ষা করে তাকে পাঞ্জাবের প্রধান উপদেষ্টা বানিয়েছিলেন?" তিনি এককথায় বলেন, "এমন একজন নেতার সঙ্গে মঞ্চ ভাগ করেছিলেন যাঁর বাবা একদিন বলেছিলেন, 'লাডকে হ্যাঁ, গালতি হো জাত হ্যায়' - নারীদের নিরাপত্তার বিষয়ে এমন নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।"