নিজস্ব প্রতিনিধি: কাঁথি আদালতে একজন ভূয়ো আইনজীবী সন্দেহে গ্রেফতার এক যুবক। শুধু তাই নয় তার বিরুদ্ধে মূল অভিযোগ তিনি আদালতের বিচারকের সিল ও স্বাক্ষর জাল করার পাশাপাশি সরকারি অশোক স্তম্ভ জাল করে বিভিন্ন এফিডেভিট বানাতেন যা বেআইনি। আদালতের বিল্ডিংয়ের অব্যবহৃত আইনজীবীদের বিশ্রাম কক্ষে দিনের পর দিন এই ধরনের বেআইনি কাজ চালাতেন বলে অভিযোগ। বহু মক্কেলকে এই ধরনের তিনি হাজার হাজার টাকার বিনিময়ে প্রতারণা করেছেন। আজ লক্লার্ক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা তাদের নজরে আসে সঙ্গে সঙ্গে ধরে নিয়ে আইনজীবীদের হাতে তুলে দেন। আইনজীবীরা প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদের পর সন্দেহ হলে রামনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। রামনগর থানায় এলাকার মুকুন্দপুর এর বাসিন্দা ননী গোপাল সিটকে। কাঁথির ক্রিমিনাল বার এসোসিয়েশনের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে লিখিতভাবে। এমন বেআইনি কাজকর্মের সঙ্গে যুক্ত লোকজনদের উপযুক্ত সাজা হোক চাইছেন কাঁথি আদালতের আইনজীবীরা। ঘটনা কে ঘিরে আদালত চত্বরে ব্যাপক হইচই পড়ে গিয়েছে।